আল্লাহকে কে সৃষ্টি করেছেন এক নাস্তিকের প্রশ্নের উওর দিলেন ডা: জাকির নায়েক :
আসসালামু আলাইকুম
হিন্দু ব্যাক্তি:
ডা: নায়েক আমি মি. সুভকান্ত পাওয়ার। আপনি বলেছেন যে কুরআন আল্লাহর বানি, আমার প্রশ্নটা হলো আল্লাহকে কে সৃষ্টি করেছেন,তার উৎসটা কি।
স্যার ডা: জাকির নায়েক:
ভাই খুবই সুন্দর প্রশ্ন করলেন যে যদি কুরআন ঈশ্বরের বানী হয় তবে ঈশ্বরকে সৃষ্টি করেছেন কে? খুব ভালো প্রশ্ন।
যদি আপনাকে প্রশ্ন করি আপনার বন্ধু জন একটি সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে।আবারো বলছি আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটি ছেলে না মেয়ে আপনিকি বলতে পারবেন।
লোকটি বলে না। নায়েক বলে অনুমান করে বলেন। পারবো না। নায়েক বলে ৫০% করে বলেন। লোকটি বলে মেয়ে। ডা: নায়েক তখন একটু হাসেন আর বলেন পুরুষ কি কখনো সন্তান জন্ম দিতে পারে।
লোকটি থতো মতো খেয়ে গিয়ে বলেন না। তখন ডা: নায়েক বললেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে না মেয়ে এমন প্রশ্ন আসে কোথা থেকে। সুতরাং এটা সম্পূর্ন অযক্তিক একটা কথা।
তাই বলা হয়েছে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। আপনার প্রশ্ন ঈশ্বরকে কে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো সম্পূর্ন অযক্তিক। তাই বলা হয়েছে স্রষ্টাকে কেউ সৃষ্টি করেনি।
আমি নাস্তিকের সাথে তর্কের সময় বলি থাকি যে সকল সৃষ্টিরই স্রষ্টা আছে। কিন্তু আমি এটা বলি না যে স্রষ্টার সৃষ্টি আছে। আশা করি আপনার প্রশ্নের উওর পেয়েছেন।
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
রোজার মাসের কিছু গুরুতপূর্ন প্রশ্ন ও উওর :
প্রশ্ন :রোজা থেকে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কিনা?
উওর: না। রোজা থেকে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভেঙে যাবে না। তবে সতর্কতা বশতো না করাই ভালো কারন। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে সহজেই মুখে যে ফেনা তৈরি হয় তা কন্ঠনালির ভেতর চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছারা মিসওয়াক ব্যবহার করা সুন্নাত।
রোজা থেকে নোখ, চুল বা লোম কাটলে রোজা ভেঙে যাবে কিনা?
উওর: রোজা থেকে নোখ বা শরিলের লোম কাটা যাবে। এতে কোন সমস্যা নেই।
মুখের থুথু ফেলে দিতে হবে না গিলে ফেলতে হবে?
উওর: বর্তমানে অনেক মানুষ মনে করে যে রোজে থেকে মুখের থুথু ফেলে দিতে হয়। আসলে এরকম না। এটা যেহেতু মুখের মধ্যে তৈরি হয় সেই কারনে এটা গিলে ফেলা যাবে।
Comments
Post a Comment